1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

নারায়নগঞ্জে রাতে শিলাবৃষ্টি, সঙ্গে বজ্রপাত

  • প্রকাশিতঃ সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৫১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
টানা কয়েক সপ্তাহ তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল নারায়ণগঞ্জবাসী। এ অবস্থায় দুদিন আগে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলে। এরই ধারাবাকিহতায় সবশেষ রোববার (৫ মে) আবারও রাতে বৃষ্টির দেখা পেলো নারায়ণগঞ্জবাসী।

রাত ১১টার পর বজ্রসহ মুষলধারে শিলাবৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝড়ো বাতাস।এতে করে তাপমাত্রা কমে স্বস্তি দেখা দেয় মানুষের মাঝে।

এদিকে নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। ঢাকা,রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।

এদিকে আগামী তিনদিনের (৭২ ঘণ্টা) জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া সোমবার ও মঙ্গলবার আট বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

তবে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।‌ এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে।

পরবর্তী পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD