আমার নারায়ণগঞ্জঃ বন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়সহ শামছুল স্টোর নামে একটি র্হাডওয়ার দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে কমপক্ষে ৪ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে অগ্নিকান্ডর ঘটনায় হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
বুধবার (৭ ফেব্রুয়ারী) ভোর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার সংলগ্ন ব্রীজ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে দোকান মালিক শামছুল হক গনমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে বেঁচাকেনা করে রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরি। পরে লোক মারফতে জানাতে পারি আমার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে আমার দোকানের সামনে এসে দেখি আমার সব কিছু শেষ হয়ে গেছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রানহানীর সংবাদ পাওয়া যায়নি।
অগ্নিকান্ডের সূত্রপাত তাৎক্ষনিক জানা যায়নি। তবে আমরা ধারনা করছি বিড়ি সিগারেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে আশংকা করছি। অগ্নিকান্ডের কারন জানার জন্য আমাদের তদন্ত অব্যহত রয়েছে।