1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

কলাগাছিয়ায় বেকু দিয়ে মাটি কাটা বন্ধ করলেন উপজেলা প্রশাসন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটি কাটা বন্ধ করেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টের দায়িত্বে ছিলেন উপজেলা ভূমি অফিসার সুরাইয়া ইয়াসমিন।

কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় কৃষি জমিতে বেকু দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট দেয়।

৭ ফেব্রুয়ারি ( মঙ্গলবার) বিকেলে বন্দর উপজেলা ভূমি অফিসার সুরাইয়া ইয়াসমিনের নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কৃষি জমিতে বেকু দিয়ে মাটি কাটার সময় তা বন্ধ করলেও তাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। মোবাইল কোর্টের সময় বেকু কার বা এ কাজের সাথে জড়িত কে এমন কোন তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীকে জিজ্ঞাসা করে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। বেকু আনার মত সরঞ্জাম না থাকায় তা সেখানেই রাখা হয়েছে।

৮ ফেব্রুয়ারি (বুধবার) এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে বন্দর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD