1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মিজমিজি জোড়া খাম্বা এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম ব্যাপারীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মরদেহ থানায় আনা হয়েছে।  চুরি করার দায়ে অজ্ঞাত মানুষজন তাকে মারধর করে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন খালি বালুর মাঠে একটি বাস পার্কিং করে রাখা হয়। সোমবার রাতে মনা নামের এক বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অভিযোগ এনে বাবুকে আটকে বেধড়ক মারধর করে কিছু লোকজন। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতের মা ফুলমতি বলেন, আমার ছেলেকে সোমবার রাতে কিছুসংখ্যক লোকজন মারধর করে মরদেহ বাসায় দিয়ে যায়। তারা দাবি করে বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছে। কিন্তু আমি জানি, বাবু ঘুমের ট্যাবলেট খেলেও কোনোদিন চুরি করেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, নিহতের পরিবার মামলা করলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD