1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

রাজনীতির মত রাজনীতি করবেন কিন্তু মিথ্যাচার করবেন না- কাজিমউদ্দিন

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফেজ আহাম্মদের স্বরনে পরিবারের পক্ষ থেকে স্বরন সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ ফেব্রুয়ারী বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নস্থ পশ্চিম হাজী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানে অংশ নেন কলাগাছিয়ার সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন, সাধারণ সম্পাদক প্রার্থী আক্তার হোসেন বিএ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা মদিল,শাহাবুদ্দিন ঢালী, নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।

দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে কাজিমউদ্দিন বলেন, আজ আমরা কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফেজ মোহাম্মদ স্মরণে দোয়ার আয়োজন করেছি। জীবদ্দশায় হাফেজ ভাই সব সময় দলীয় কর্মকান্ডে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন অথচ তিনি আজ আমাদের মাঝে নেই। আমি হাফেজ ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি।

তিনি আরো বলেন, বিএনপি নেতা আতাউর রহমান মুকুল একটি প্রোগ্রামে জাতির পিতাকে নিয়ে কটূক্তি করে বলেছিলেন স্বাধীনতা যুদ্ধে নাকি বঙ্গবন্ধুর কোন অবদান নাই। আমার মনে হয় ওই সময় তিনি পাকিস্তানে ছিলেন। স্বাধীনতা একদিনে আসে নাই। ৬২, ৬৬, ৬৯ ও ৭১সালের ২৬ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণেই বাঙালী জাতি উজ্জিবিত হয়েছিল। তখন স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথা কি মুকুল সাহেব জানেন না। বঙ্গবন্ধু স্পষ্টভাবে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক। আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা শত্রুর মোকাবিলা করবে এসব ভাষন কি তিনি শুনেন নাই। মুকুল সাহেবকে আমি বলতে চাই রাজনীতির মত রাজনীতি করবেন কিন্তু মিথ্যাচার করবেন না। বন্দর উপজেলায় আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সৈনিকরা এখনও চুপ রয়েছে। জাতির পিতাকে নিয়ে বেফাস কথা বলবেন ঘর থেকে বের হতে পারবেন না। আপনি আপনার কথা উহ্য করে নেন। জাতির কাছে ক্ষমা চান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD