1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

আজমেরী ওসমানের সমর্থনে বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুকিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
আজমেরী ওসমানের আস্থাভাজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মুকিত রহমান আসন্ন বন্দর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী।

তার নির্বাচনী এলাকাসহ উপজেলায় ৯টি ইউনিয়নের সকল শ্রেনী পেশার নারী-পুরুষ ভোটার, সকল ধর্মাবলম্বী মানুষের কাছে দোয়া, আশীর্বাদ কামনা করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তিনি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে ভোটারদের দোয়া চেয়েছেন তিনি। তরুণ প্রজন্মের নেতা কর্মীদের তরুণ প্রজন্মের নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন। সকল ভোটারসহ তার নির্বাচনী এলাকার জনগনের কাছে দোয়া চাইছেন।

মুকিত রহমান বলেন, আমি বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমার নেতা তরুন প্রজন্মের অহংকার আলহাজ্ব আজমেরী ওসমান আমাকে সমর্থন করেছেন।

আমি বন্দর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ ও পুরুষ-মহিলা ভোটারদের কাছে দোয়া চাইতে তাদের বাড়ী বাড়ী গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছি। ভোটারদের আমাকে ঘিরে আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজয়ের স্বপ্ন দেখছি। আমি উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে সাধারণ মানুষের হয়ে উন্নয়নে অংশীদার হবো। সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। আমি বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও জনসমর্থন দুটোই আশা করছি। উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে এবং মাদক- দূর্নীতিমুক্ত বন্দর উপজেলা বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে আমার পথচলা। উপজেলার সাধাধারণ মানুষ ও ভোটারদের কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নেতা জননেতা আজমেরী ওসমান ও তার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার সাথে থাকলে জয় আমার হবেই ইনশাআল্লাহ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD