1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

ফতুল্লায় নিখোঁজের দুই দিনপর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে মো. রাজু (১৭) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকায় কবরস্থানের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠায় পুলিশ।

রাজু চাঁদপুরের ইসানবালা গ্রামের মোক্তার আহমেদের ছেলে। সে ফতুল্লার লালপুর সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটে। পুলিশের ধারণা, চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রাজুর পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ১১ মার্চ রাতে প্রথম তারাবিহ নামাজ পড়ে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় রাজু। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দুপুরে পিলকুনি এলাকায় ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। তার স্বজনেরা এসে লাশটি রাজুর বলে শনাক্ত করেন।

অটোরিকশা গ্যারেজের মালিক বাবুল মিয়া জানান, গত মঙ্গলবার রাতে গাড়ি নিয়ে বের হয় রাজু। বুধবার সকালে গাড়ি নিয়ে গ্যারেজে জমা দেওয়ার কথা থাকলেও সে আসেনি।

এসআই সাইফুল ইসলাম আরও জানান, নিহত রাজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ পচে-গলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নূরে আযম জানান, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা রাজুকে হত্যা করে ফেলে রেখে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD