1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বিভিন্ন মামলার জব্দ অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে জেলা আদালত প্রাঙ্গণে মোট ৫৪ লাখ ৮৭ হাজার টাকার এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মোট ২৩২ কেজি ২৮ গ্রাম গাঁজা ও ৭৭৯ পুরিয়া গাঁজা, ২৪ হাজার ৮৪৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হিরোইন, ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিল, ১০৫ লিটার চোলাই মদ, ৭০ ক্যান বিয়ার, ৩০২ বোতল বিদেশি মদ, ও নেশা করার সময় ব্যবহৃত ২টি ইনজেকশন ধ্বংস করা হয়।

এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে, বিধায় সবাই মিলে ধ্বংস করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি সমাজের জন্য অভিশাপ। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ঠ। তাই মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের লোকজনের সহযোগিতা কামনা করছি।

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। মাদকদ্রব্যসহ আলামত বিভিন্ন সময়ে জেলা পুলিশ উদ্ধার করে। মামলা নিষ্পত্তি হওয়ায় বিজ্ঞ আদালতের আদেশে গাঁজা, হিরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, বিয়ার ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মূল্য দাঁড়িয়েছে প্রায় অর্ধ কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন, ইমরান মোল্লা, নূর মহসীন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, আদালত পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD