1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

সোনারগাঁওয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে আহত এসএসসি পরীক্ষার্থীর বাবা সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো: মজিবুর রহমানের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো: সুজন মিয়া এবং সুজনের চাচা মো: জাহাঙ্গীর হোসেন ও চাচাত ভাই মো: ইয়াসিন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের মো: নাসির উদ্দিন ভূঁইয়ার সাথে একই গ্রামের মো: মজিবুর রহমানের দীর্ঘ দিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে রোববার রাত সাড়ে ৮টার দিকে মো: মজিবুর রহমানের ছেলে সুজন মিয়া প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গতিরোধ করে প্রতিপক্ষ। এক পর্যায়ে নাসির উদ্দিন ভূঁইয়ার ছেলে নাজমুল হোসেন নয়নের নেতৃত্বে মো: শরীফ, রতন ভূঁইয়া, নাসির উদ্দিন ভূঁইয়া, মো: সুলতান, মনির হোসেন, মো: আরিফ ও ফজলুল হকসহ ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, এসএস পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সুজনের ডাক-চিৎকারে তার চাচা মো: জাহাঙ্গীর হোসেন ও চাচাত ভাই মো: ইয়াসিন এগিয়ে এলে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মো: মজিবুর রহমান জানান, তিনি ব্রহ্মপুত্র নদের পাশের একটি জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করছেন। হঠাৎ নাসির উদ্দিন ওই জমি তার বলে দাবি করেন। এ নিয়ে তার সাথে বিরোধ চলছে।

অভিযুক্ত নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমাদের কোনো সময় তাদের সাথে জমি-সংক্রান্ত বিরোধ ছিল না। চাঁদা দাবি নিয়ে গত রোববার রাতে তাদের সাথে সংঘর্ষ হয়। এ সময় আমিসহ আমাদের তিনজন আহত হয়েছি। বর্তমানের আমরা চিকিৎসাধীন আছি।’

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এস কামরুজ্জামান পিপিএম বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD