1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

রূপগঞ্জে শিশু হত্যা মামলার ফাঁসির আসামি শাহিন গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ফাঁসির আসামি শাহিনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বৃহস্পতিবার (৭ মার্চ) রূপগঞ্জ থানার এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৫ মার্চ (মঙ্গলবার) শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজন আসামির মৃত্যুদণ্ড ঘোষণা দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা।

চারজন আসামির মধ্যে গ্রেফতার শাহিনেরও মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। শাহিনসহ বাকি দুজন আসামিরা পলাতক।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শিশু জয়ন্ত হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন শাহীন (৩০) রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে, আলমগীর (২৭) বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে, অনিক চন্দ্র দাস (২৭) বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। ভিকটিম শিশু জয়ন্ত চন্দ্র দাস (১০) রূপগঞ্জের বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৮ সালের ৬ জুন মুক্তিপণের ৫ লাখ টাকা না পেয়ে স্কুলছাত্র জয়ন্ত চন্দ্র দাসকে (১০) শ্বাসরোধে হত্যা করে অপহরণকারীরা। একইদিন উপজেলার বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ভিকটিমের বাবা চৈতন্য চন্দ্র দাস রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD