1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

শীতলক্ষ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ নৌযানকে অর্থদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
শীতলক্ষ্যা নদীতে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৫ মার্চ ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৪টি নৌযানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অপর একটি নৌযানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেয়া হয়।

অভিযানে বিআইডব্লিউটিএ‘র নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন এসময় নৌ চ্যানেলের উপর বার্থিং করা ও প্রয়োজনীয় কাগজ পত্র না দেখাতে পারায় ‘এমভি জাহিদুল সোহান-২’ জাহাজকে ১০ হাজার, ‘এমভি বুশরা এন্ড জান্নাত’ জাহাজকে দশ হাজার, ‘এমভি পাঁচ ভাই-৫’ জাহাজকে ৫ হাজার, ‘এমভি আখি অনি-২’ জাহাজকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে ‘এমভি ইরাম’ জাহাজের বিরুদ্ধে নৌ চলাচল অধ্যাদেশ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের উপর বার্দিং করা বন্ধ করতে মঙ্গলবার বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের উপর সকল ধরণের বার্থিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD