1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

৪৮ ঘণ্টা পর খুলল নারায়ণগঞ্জে আ. লীগ অফিসে তালা

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দেওয়া খোলা হয়েছে। ৪৮ ঘণ্টা পর ওয়ার্ড কমিটির পদ পাওয়া নেতারা সেই তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কার্যালয়ের তালা খোলে নেতাকর্মীরা। এদিকে উপরের নির্দেশে তালা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পদবঞ্চিত নেতা সাব্বির আহমেদ সাগর।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেন পদবঞ্চিতরা। একই সঙ্গে সেদিন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

একইদিন ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এসে মহানগর কমিটির সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।

গত ১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন। এরপর থেকে বিভিন্ন ওয়ার্ডে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেতাকর্মীরা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD