
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
রোববার (১৯ নভেম্বর) বাদ আছর ইসদাইর পৌর কবরস্থানে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরে এই শ্রদ্ধা জানান তারা।
এ সময়ে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এইসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ছাত্র সমাজের নবগঠিত সভাপতি নয়ন সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপন, সহ-সভাপতি রাসেল হোসাইন, মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক নিসাদ আব্রাহাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, হৃদয় আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সানি হাসান, প্রচার সম্পাদক ইয়াসিন আহমেদ সৌরভ, সহ-প্রচার সম্পাদক মোঃ খোকা ও দপ্তর সম্পাদক লিটন আহমেদ প্রমূখ।