1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আনন্দ মিছিল করেছে নবগঠিত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে মিছিল শুরুর আগে ছাত্রদলের আরেকটি গ্রুপের হামলা চালানোর ঘটনাও ঘটেছে।

তবে তাদের প্রতিরোধ করতে ছাত্রদলের নেতাকর্মীরাও হাতে দেশীয় অস্ত্র হাতে ধাওয়া করে। নেতাকর্মীদের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।

এসময় হামলাকারীদের হাতে চাপাতি, ছুরি, রড দেখা যায়।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে ঈদগাহ ময়দান থেকে শুরু করে শহরে প্রাণকেন্দ্র চাষাঢ়া পর্যন্ত আনন্দ মিছিল করে নারায়ণগঞ্জ ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জোবায়ের জিকুর নেতৃত্বে এই মিছিলে জেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদল, সোনারগাঁও থানা, রূপগঞ্জ থানা, আড়াইহাজার থানা, ফতুল্লা থানাসহ বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মীরা এতে অংশ নেন।

পরে চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত করেন নেতাকর্মীরা। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ জানান নেতারা।

ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নাহিদ জিকু।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD