
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মারিখালি নদী থেকে দুই পা প্যান্ট দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন মারিখালি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও বৈদ্যেরবাজার নৌ-পুলিশ যৌথভাবে মারিখালি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেন। লাশের দুই পা প্যান্ট দিয়ে বাঁধা ছিল।
লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছেন বলে জানান সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার।