1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ, ফতুল্লায় আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নোয়াখালীর চাটখিল থানার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ৬ নভেম্বর দিনগত রাতে ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

গ্রেফতার শাকিল হোসেন (২৮) নোয়াখালীর চাটখিল থানার পরকোট ইউপি এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গ্রেফফতারকৃত আসামি শাকিল হোসেন ভিকটিমের প্রতিবেশী হয়। শাকিল ভিকটিমকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিত। গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আসামি শাকিল ভিকটিমের মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের বাঁশ ঝাড়ের ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং এই কথা কাউকে না বলতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। আসামি শাকিল ১৫/২০ দিন আগে একইভাবে ভিকটিমকে ধর্ষণ করে।

র‍্যাব আরও জানায়, উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর হতে শাকিল হোসেন আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল শাকিল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD