আমার নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জে ডাকাতির প্রস্ততি গ্রহনকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রামদা, ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ২টি হেস্কো ব্লেড।এছাড়াও ৪টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গঙ্গানগর এলাকার মো. রুবেল মিয়া (২৮), মো. আলী হোসেন (২৫) ও মো. শাকিল মিয়া (২১)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং ঢাকা সহ দেশের বাজার এলাকায় অবস্থিত ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।