1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

ফতুল্লায় কাভার্ডভ্যানে আগুন

  • প্রকাশিতঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের শেষ সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে। শাহ সিমেন্ট কোম্পানির ওই কাভার্ডভ্যানটির পেছনের চারটি চাকা পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়।

বিষয়টি আমার নারায়ণগঞ্জকে নিশ্চিত করেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া। তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গেছে। আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে অবরোধ সমর্থকেরা এই আগুন দিয়ে থাকতে পারেন। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

সরেজমিনে জানা গেছে, সড়কের নারায়ণগঞ্জমুখী অংশের ইউ টার্ন পয়েন্টে আগুন দেওয়া হয় কাভার্ডভ্যানটিতে। রাতের অন্ধকারে কে বা কারা এই আগুন দিয়েছে তা উপস্থিত কেউই বলতে পারেননি। আগুনের ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জমুখী যান চলাচল।

খবর পেয়ে ফতুল্লা থানা-পুলিশের দুটি টিম ও মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে। কাভার্ডভ্যানটি খালি থাকায় চাকা ব্যতীত তেমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ভ্যানটিতে আগুন দেওয়া হলেও ভাঙচুর চালায়নি দুর্বৃত্তরা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD