1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভবনে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আউখাবো এলাকায় জাহাঙ্গীর মিয়ার তিনতলা ভবনের নিচতলায় এঘটনা ঘটে।

আহতরা হলেন- হাসন বানু (৫৫), তার স্বামী অলি আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৫), মেয়ে সাহেরা বেগম (২৪) ও ভাই সানাউদ্দিন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসাটিতে রান্নার কাজের জন্য গ্যাসলাইনে চাপ কম থাকায় একটি কম্প্রেসারের মাধ্যমে চাপ বাড়ানোর জন্য মেশিন বসায় তারা। ধারণা করা হচ্ছে রাতে গ্যাসের চাপ বেড়ে যাওয়া গ্যাসলাইনের লিকেজ থেকে রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে রুমে থাকা পাঁচজনই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসুন বানুর ৪৬ শতাংশ, তার স্বামী অলি আহমেদের ৫৮, মেয়ে সাহারার ৩০, ছেলে ওমর ফারুকের ১৫ ও ভাই সানাউদ্দিনের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশংকাজনক।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD