আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মহাসড়কে ককটেল ফাটিয়ে প্রতিবন্ধকতা, আগুন ও নাশকতার অভিযোগ এনে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। সোমবার সকালে এ তথ্য জানান সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম।
মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার বিররণে উল্লেখ করা হয়েছে, কাঁচপুরে ২৮ অক্টোবর রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মী ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটিয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।