1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে রিজভীসহ ২৭ জনের নামে মামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৮২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নাশকতার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পি সরদার বাদী হয়ে রিজভীসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এছাড়াও মামলায় বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক সুমন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নাশকতার ঘটনায় মামলা হয়েছে। মামলায় রুহুল কবির রিজভীসহ ২৭ জন নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD