আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় অজ্ঞাত পরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর তিনটার দিকে শিয়াচর হাজী বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়,এলাকার লোকজন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুকুরের নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের ভ্রুন উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, পুকুর থেকে নবজাতকের মরেদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে দু-তিন দিন পূর্বে কেউ ফেলে রেখে গেছে।