1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে এতিমখানা ও কৃষকদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এতিমখানাসহ স্থানীয় অর্ধশতাধিক কৃষকের জমি জোর করে দখল ও বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ করেছে এতিম শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় কৃষকরা। এ সময় তারা ডেমড়া-কালিগঞ্জ সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় এ বিক্ষোভ করেন তারা।

শাহ সূফী আলহাজ্ব মো. ইউনুস আল-কাদরী এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার কৃষকরা জানান, সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় গড়ে উঠা বারভী ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান সেই এলাকার অনেকের জমি না কিনেই জোর করে দখল ও বালু ভরাট করছে। পাশাপাশি স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় শাহ সূফী আলহাজ্ব মো. ইউনুস আল-কাদরী ওয়াকফ এস্টেটও তাদের দখলে নিয়ে সেখানে বাউন্ডারী ওয়ালে রড পাইলিংয়ের কাজ শুরু করেছে।

তারা আরও জানান, এ ঘটানায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার জুমার নামাজের পর এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, মুসুল্লী ও এলাকার কৃষকরা রাস্তায় নেমে আসেন। তারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সেখানে মানববন্ধন ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তারা ডেমড়া-কালীগঞ্জ সড়কে অবস্থান নিয়ে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে ফের বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই কৃষ্ণ পোদ্দার বলেন, ‘একটি অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হবার উপক্রম হয়েছিল। উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যদি কেউ অভিযোগ করেন তাহলে আমরা এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’

এদিকে বারভী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজনের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD