1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ১২ ঘন্টায় বিএনপির ৪৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার, যানবাহনে তল্লাশি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পুরোনো বিস্ফোরক আইনে ও নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির অন্তত ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ৷

বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা৷

শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাতভর নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ‘গায়েবি মামলায়’ গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

তবে পুলিশ বলছে, কোনো সমাবেশকে কেন্দ্র করে নয় এসব অভিযান তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ৷

মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে র‌্যাবের টহল।

এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকার প্রবেশমুখে কয়েকটি স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তল্লাশিচৌকি স্থাপন করেছে পুলিশ৷

জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পাগলা, সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল, কাঁচপুর, তারাবো, মদনপুর, ভুলতা, পূর্বাচলসহ কয়েকটি স্থানে রয়েছে তাদের তল্লাশিচৌকি৷

তবে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল, কাঁচপুরে কোনো যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায়নি পুলিশকে৷ শুধু তারাবো এলাকায় পুলিশের একটি চৌকিতে তল্লাশি চালাতে দেখা গেছে৷

নাম না প্রকাশের শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকালের পর থেকে তল্লাশিচৌকিগুলোতে কড়াকড়িভাবে তল্লাশি কার্যক্রম শুরু হবে৷ এ ছাড়া মহাসড়কে ব়্যাবের টহল দেখা গেছে৷

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD