1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি খাদে

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সাভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে সুমন নামে এক স্টেশন অফিসার আহত হয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার পাগলা নৌবাহিনী ক্যাম্পের বিপরীতের খাদে বিসিক ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপক গাড়িটি পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুমনের সাথে থাকা চালকসহ অন্য কর্মীরা কোনোমতে প্রানে রক্ষা পান।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হারেস সিকদার জানান, পাগলা তালতলা এলাকার একটি স্থানে আগুন লাগার সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যাচ্ছিল। ধারনা করা হচ্ছে, পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নি নির্বাপক কর্মীদের নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় স্টেশন অফিসার সুমন আহত হন। তখন সাথে থাকা চালকসহ অন্যরা লাফিয়ে পড়ে রক্ষা পান। এরপর তারাই স্টেশন অফিসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গাড়িটি কয়েকটি পল্টি খেয়ে খাদের পানিতে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

ফতুল্লার বিসিক স্টেশনের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, স্টেশন অফিসার আহত হয়েছে, তাকে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD