
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বুধবার রাতে উপজেলার দুপ্তারা পশ্চিম পাড়া এলাকা থেকে ডাকাত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রংপুরের কাউনিয়া উপজেলার মিনা বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তারা মিয়া (৩৫), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার লাড়ীখাল এলাকার আইয়ুব আলীর পুত্র সুজন (৪৫), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা এলাকার হেদায়েতুল্লার পুত্র রবিউল আলম (৩০) ও কুমিল্লার মেঘনা উপজেলার দড়িকান্দি এলাকার ফজলুল হকের ছেলে শাহাবুদ্দীন (৩০)।
আড়াইহাজার থানার ওসি আহসানউল্লাহ জানান, এরা পেশাদার ডাকাত এবং এদের নামে ডাকাতি মামলা আছে।