1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

বঙ্গবাজারের পোড়া শাড়ি দিয়ে সেজেছে সাহা পাড়ার পূজা মন্ডপ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
মহাষষ্টীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শরাদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে এরই মধ্যে বর্ণিল সাজে সেজেছে নারায়ণগঞ্জ শহরের পূজামন্ডপগুলো। মন্ডপগুলো সাজাতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন উপাদান ও থিম। এরই মধ্যে ভিন্নধর্মী ভাবনা ও সাজে দেখা গেছে শহরের টানবাজার সাহাপাড়া পূজামন্ডপ।

প্রথম দৃষ্টিতে শাড়ি দিয়ে সাজানো টানবাজার সাহাপাড়া নতুন পূজা মন্ডপ শহরের অন্যান্য জমকালো পূজামন্ডপের তুলনায় কিছুটা ম্লান মনে হলেও এই সজ্জার পিছনের ভাবনাটা মনোযোগ আকর্ষণ করছে সবার। এ বছর বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া শাড়ি দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা ম-পের আয়োজকরা। একই সাথে সাজসজ্জায় নারীর প্রতি সহানুভূতি ও সম্মানকেও প্রাধান্য দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এ বছর ২০তম বর্ষপূর্তি উদযাপন করেছে নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া নতুন পূজা কমিটি। প্রতিবছরই বিভিন্ন থিমে পূজা ম-প সাজিয়ে তোলেন আয়োজকরা। সাম্প্রতিক বছরগুলিতে সুতা, বাঁশ, মাটির তৈরি পাত্র, কাগজের তৈরি ফুল ইত্যাদি ব্যবহার করে ম-পকে সজ্জিত করতে দেখা গেছে যা পরিবেশ বান্ধব এবং সহজেই পচনশীল।

পূজা কমিটির যুগ্ম সম্পাদক সুমন সাহা বলেন, আমাদের ২০ বর্ষপূর্তি উপলক্ষে আমরা আলাদা উদ্যোগ নেওয়ার কথা ভেবেছিলাম। নারায়ণগঞ্জ জামদানীর জন্য বিখ্যাত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এ বছর আমরা জামদানী শাড়ি সাজসজ্জার জন্য ব্যবহার করব। কিন্তু বঙ্গবাজার ট্র্যাজেডির পর ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা চিন্তা করে জামদানির পরিবর্তে তাদের পুড়ে যাওয়া শাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেই।

সজ্জায় কালো পাড় নির্দেশ করে পূজা কমিটির আরেক যুগ্ম সম্পাদক সৌরভ সাহা বলেন, সাধারণত পূজা ম-পের সাজসজ্জায় কালো রং ব্যবহার করা হয় না কারণ এটি দুর্ভাগ্যের প্রতীক। তবে বঙ্গবাজারের ট্র্যাজেডির কথা স্মরণ করে আমরা কালো রঙের শাড়িও ব্যবহার করেছি।

সৌরভ বলেন, আমরা দেবী দুর্গার পূজা করি, তাই আমরা বিশ্বাস করি যে, নারী শক্তির আরেক রূপ। তবুও আমাদের সমাজে নারীরা অবহেলিত ও লাঞ্ছিত। এ কারণে এবার আমরা নারীদের অগ্রাধিকার দিয়ে ম-প সাজিয়েছি সবার কাছে বার্তা দিতে।

শিল্পী রোহান খান ফরহাদ তার সহযোগীদের নিয়ে পুরো ম-প সাজিয়েছেন। সাজসজ্জায় ৩০০-এর বেশি শাড়ি ব্যবহার করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকরা সচেতনভাবে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করেছেন। গত বছর পাটজাত বিভিন্ন সামগ্রী ব্যবহার করে সাজানো হয়েছিল এই ম-প।

সুমন সাহা বলেন, গত ৭-৮ বছরে আমরা পরিবেশের দিকে নজর রেখে প্লাস্টিক এবং কক-শিট এড়িয়ে চলেছি। দূষণের কারণে আমাদের শীতলক্ষ্যা নদীর অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এই উদ্বেগের সাথে, আমরা সাজসজ্জার জন্য পুনরায় ব্যবহারযোগ্য অথবা সহজে বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার করার চেষ্টা করছি।

এ বছর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব উপলক্ষে জেলাজুড়ে ২২৪টি ম-প তৈরি করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। তিনি বলেন, দুর্গা উৎসবের আয়োজন আগেই শুরু হয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আমরা নারায়ণগঞ্জ শহরের মানুষ সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও থাকব। এখানে সব ধর্মের মানুষ সহাবস্থানে উৎসব পালন করে। নারায়ণগঞ্জে দুর্গোৎসবকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD