1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

না:গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির অভিযোগে ঐতিহ্যবাহী আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৬ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খান উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD