1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে চলন্ত বাসে অগ্নিকান্ড,আহত ১০

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় এই ঘটনা ঘটে।

বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯২৫৮) ৪০-৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চালক বাসটিকে দাঁড় করানোর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।

এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় পার্শ্ববর্তী এসএফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশির ভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ পরে জানানো যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD