1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

বন্দরে মামা-ভাগ্নে জখমের ঘটনায় ১৫ দিন পর মামলা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে নব্যসন্ত্রাসী ধারালো অস্ত্রঘাতে মামা/ভাগনে রক্তাক্ত জখমের ঘটনার দীর্ঘ ১৫ দিন পর অবশেষে হামলাকারি বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় আহতের পিতা মোঃ দেলোয়ার বাদী হয়ে শুক্রবার ( ৬ অক্টোবর) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।

এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দর শাহীমসজিদস্থ ঠাকুরবাড়ী এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ওই সময় হামলাকারিরা আহত সজলের কাছে থাকা মুদি দোকানের মালামাল ক্রয় করার নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

যার মামলা নং- ১০(১০)২৩ ধারা- ১৪৩/ ৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩৭৯/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১ মাস পূর্বে অভিযোগের বাদীর নাতী ইফরান (১৫)কে সিকদার স্কুলে ডেকে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দেয় একই এলাকার ময়না ওরফে মনা মিয়ার সন্ত্রাসী ছেলে শাকিবসহ তার সন্ত্রাসী বাহিনী।

এর ধারাবাহিকতায় গত বুধবার রাত ৯টায় নব্যসন্ত্রাসী শাকিবসহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রাসী অভিযোগের বাদী ছেলে সজল (২৭) ও বাদী শ্যালক সেলিম (৪২)কে হত্যার উদ্দেশ্যে কেঁচি দিয়ে বুকে এবং পিঠে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে সজলের সাথে থাকা মুদি দোকানের মালামাল ক্রয়ের নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দুইজন জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD