1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  3. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

তীব্র যানজটে নাকাল নারায়ণগঞ্জবাসী

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
যানজটে স্থবির শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের জনজীবন। অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি নগরবাসী। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস রাখার বিষয়ে ট্রাফিক প্রশাসনও নিরুপায়। নগরীর ওপর দিয়ে চলাচলকারী আনন্দ, শীতলক্ষ্যা, মৌমিতা, হিমালয়সহ বেশ কয়েকটি বাস সার্ভিস বিভিন্ন পয়েন্টে স্ট্যান্ড করলেও তাদের কোনো বৈধ পারমিট নেই। এমনকি বেশির ভাগ বাসেরও নেই ফিটনেস। পাশাপাশি নগরী জুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়ি থাকলেও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

সরেজমিন দেখা গেছে, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস মালিক ও শ্রমিকদের কাছে জিম্মি কয়েক লাখ মানুষ। শহরের অন্যতম সড়ক নবাব সিরাজদ্দৌলা রোডের (ফলপট্টি) অধিকাংশ অংশই হকারদের দখলে। শহরের মীর জুমলা সড়ক, শায়েস্তা খান সড়ক এবং ১ নম্বর রেলগেট থেকে খানপুর পর্যন্ত সড়কটি হকারদের দখলে থাকায় এসব সড়ক দিয়ে নগরবাসীর চলাচল দুষ্কর হয়ে পড়েছে।

এছাড়া ব্যস্ততম টানবাজার এলাকার প্রবেশ মুখও সন্ধ্যার পর থাকে বাসের দখলে। প্রায় দেড় লাখ মানুষ নদীর ওপার পূর্বপাড় থেকে নগরীতে প্রবেশ বা বন্দরে আসার সময় এই বাসের জটে পড়ে তারা। এছাড়া শহরের চাষাঢ়া মহিলা কলেজের সামনে, ২ নম্বর রেলগেট ও ১ নম্বর রেলগেটে রয়েছে অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও চাষাঢ়া মোড়, ২ নম্বর রেলগেট, জিমখানা ও কালীরবাজার এলাকায় রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এছাড়া রয়েছে নিষিদ্ধ হিউম্যান হলার গাড়ির স্ট্যান্ড।

শহরে যানজটের প্রধান পয়েন্টগুলো হচ্ছে নিতাইগঞ্জ মোড়, মণ্ডলপাড়া ব্রিজ, ২ নম্বর রেলগেট, নন্দিপাড়া মোড়, গ্রিন্ডলেজ ব্যাংক মোড়, নুর মসজিদ মোড়, পপুলার পয়েন্ট ও চাষাঢ়া চৌরাস্তা মোড়।

শহরের একাধিক পথচারীদের সঙ্গে আলাপকালে তারা জানান, ‘সকালে বিভিন্ন যানবাহন নির্দিষ্ট স্ট্যান্ড থেকে বের হয়েই বিভিন্ন পয়েন্টে দাঁড় করিয়ে রাখে যাত্রী তোলার আশায়। যাত্রীর আশায় চালক গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে দু-একটি ফ্যান চালু করে ঠায় বসে থাকে। সিএনজি অটোরিকশাগুলোরও একই অবস্থা। যাত্রীর জন্য রাস্তা দখল করে বসে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে ঢাকাগামী বাসগুলো ২ নম্বর রেলগেট চত্বর ঘুরতেই যানজট লাগে। ট্রেন আসার সিগন্যাল পড়লে তো কথাই নেই।’

অবৈধ পার্কিং:

শহরে যানজটের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যত্রতত্র অবৈধ পার্কিং। বাণ্যিজিক শহর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সর্বত্রই অবস্থিত বিভিন্ন বিপণীবিতান, ব্যাংক, রেস্তোরাঁ, মার্কেট, বিভিন্ন কার্যালয়। শহরের শেষ প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী বানিজ্যিক এলাকা নিতাইগঞ্জ ও শহরের মাঝে উকিলপাড়া এলাকায় রয়েছে বেশ কিছু হোসিয়ারি কারখানা। ফলে সারাদিনই স্পটগুলোতে গাড়ি পার্ক করা থাকে এবং মালামাল লোড-আনলোড হয়।

শুধু বঙ্গবন্ধু সড়কেই নয়, শহরের অন্যান্য সড়কগুলোর পাশে অবস্থিত বহুতল ভবনগুলোর অধিকাংশেরই কোনও ধরনের পার্কিং ব্যবস্থা না থাকায় গাড়িগুলো রাস্তার পাশে পার্ক করে রাখা হয়। নিয়ম অনুযায়ী এসব যানবাহন থাকার কথা সড়কের পাশে অবস্থিত বহুতল ভবনগুলোর কার পার্কিংয়ে। কিন্তু এসব বহুতল ভবনগুলোর গ্রাউন্ড ফ্লোরে দোকান, রেস্টুরেন্ট, ফাস্টফুড কিংবা বাণিজ্যক কার্যালয় থাকলেও, রাখা হয়নি পার্কিংয়ের কোন জায়গা। যার প্রভাব পড়ছে নগরীর ব্যস্ততম সড়কগুলোতে। এ বিষয়ে রাস্তার উপর অবৈধভাবে পার্ক করা কোন গাড়ির চালককে জিজ্ঞেস করলে তারা উল্টো প্রশ্ন ছুড়ে দেন, ‘পার্কিংয়ের জায়গা না পেলে গাড়ি রাখবো কোথায়?’

হকার:

শহরের যানজটের আরেকটি কারণ অস্থায়ী হকারদের ফুটপাত ও সড়ক দখল। সারা বছরই শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত, এমনকি মূল সড়কের একাংশ হকারদের দখলে থাকে। যার ফলে, যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়। অন্যদিকে ফুটপাত দখল থাকার কারণে মানুষ বাধ্য হয়ে সড়কে চলাচল করে যা যানচলাচলে আরও বাধা সৃষ্টি করে।

অবৈধ স্ট্যান্ড:

ছোট্ট এই শহরে রয়েছে বেশকিছু অবৈধ ইজিবাইক, লেগুনা ও সিএনজি স্ট্যান্ড। যার মধ্যে রয়েছে, শহরের নিতাইগঞ্জ মোড়, মন্ডলপাড়া ব্রিজ, দুই নম্বর রেলগেট চত্ত্বর, দুই নম্বর রেলগেট, বঙ্গবন্ধু চত্ত্বর, এক নম্বর রেলগেট, কালিরবাজার, চাষাঢ়া হক প্লাজার সামনে, সমবায় মার্কেটের সামেন, খাঁজা মার্কেটের সামনে, জিয়া হল সংলগ্ন সুগন্ধা বেকারির সামনে, নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে, কলেজ রোডের মোড়ে ও লিংক রোড়ের মোড়ের স্ট্যান্ড।

অবৈধ যানবাহন:

বর্তমানে নারায়ণগঞ্জ শহরের সর্বত্র অবৈধ যানবাহনের ছড়াছড়ি। হাজারো ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক শহরের বঙ্গবন্ধু সড়কসহ সর্বত্র বিনা বাধায় চলাচল করছে।

আন্তঃজেলা বাসস্ট্যান্ড:

কেন্দ্রীয় রেলস্টেশনের মত আন্তঃজেলা বাসস্ট্যান্ডটিও শহরের মাঝেই অবস্থিত। প্রতিদিন বন্ধন, বন্ধু, উৎসব, বিআরটিসি, মৌমিতা, হিমাচল, শীতলক্ষ্যা, গ্রীন অনাবিলসহ শতাধিক বাস শহরের মধ্য দিয়েই চলাচল করে। যা শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং যানজট সৃষ্টি হয়। একই সঙ্গে বাসগুলো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নেয়ার পর শহরের দুই নম্বর রেলগেল চত্ত্বর, চাষাঢ়া শহীদ মিনার ও লিংক রোডের মোড় আবার দাঁড়ায় এবং যাত্রী তোলে। একাধিক পয়েন্টে যাত্রী উঠা-নামা করার কারণেও শহরে যানজটের সৃষ্টি হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD