1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

বন্দরে ১২ দফা দাবিতে মেরিন শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২০৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বিদুৎ সরবরাহ, নিরাপত্তা ও বিনোদন নিশ্চিতসহ ১২ দফা দাবিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালান করছেন। এসময় তারা আগামী২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, ১২ দফা দাবির কথা জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে স্মরকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু অধ্যক্ষ দাবি পূরণ না করে আন্দোলনকারী শিক্ষার্থীদের শোকজ করেছেন। একই সঙ্গে ছাত্রদের খেলার মাঠ ব্যাবহার করতে দেওয়া হয় না, ছাত্রাবাসে বিদুৎ দেওয়া হয় না, বহিরাগতদের প্রবেশ বন্ধ না করে অনিরাপত্তার মধ্যে ফেলা হয়েছে শিক্ষার্থীদের। এসব দাবি দ্রুত বাস্তাবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ তালুকদারের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD