
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের শ্রম ও বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বত্তরা। সোমবার (২ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দেলোয়ার হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। হামলার পর থেকে তিনি সংজ্ঞাহীন।
ঘটনার বিবরণ দিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাজিবুল ইসলাম জুে বলেন, ‘রাত সাড়ে ৮টায় দেলোয়ার ভাই আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বালিয়াপাড়া এলাকায় একটি মসজিদের পাশে ঘন অন্ধকার জায়গা আছে। সেখানেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার পায়ের অবস্থা খুবই বেগতিক। অতিরিক্ত রক্তক্ষরনে সে সংজ্ঞাহীন হয়ে পড়েছে।‘
হামলাকারী কারা ও কাউকে চিনতে পেরেছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমরা নিজেরাও বিষয়টি বুঝতে পারছি না। তাছাড়া দেলোয়ার সংজ্ঞাহীন হওয়ায় তার কথাও শুনতে পারিনি। তার জ্ঞান ফিরলে হয়তো বলতে পারবে কাউকে চিনেছে কিনা। তাকে আমাদের নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু দ্রুত হাসপাতালে নিয়ে গেছেন।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, কে বা কারা হামলা করেছে বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনে বিস্তারিত বলতে পারবো। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।