
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে দাবি তিনি আত্মহত্যা করেছেন।
রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি (১৪) মাদারীপুর জেলার কালকিনী উপজেলার নতুন চড় দৌলতপুর খান গ্রামের কাতার প্রবাসী রহিম ব্যাপারীর মেয়ে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বটতলা ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।
রিয়ার মা রনু বেগম চিটাগং রোডে একটি হাসপাতাল আয়ার কাজ করেন। তার ভাই জিহাদুল ইসলাম পানি সাপলাইয়ের কাজ করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে রিয়া ছিলো ছোট। তিনি সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা করেননি।
নিহতের বড় বোন রিমু আক্তার জানান, ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। ফিরে এসে তারা ঘরে দরজা বন্ধ দেখে প্রতিবেশীর সহায়তায় তা ভেঙে ভেতরে ঢোকেন। তখন তারা রিয়ার দেহ ঝুলতে দেখেন।
পরে রিয়াকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।