1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে র‍্যাব পরিচয়ে মহাসড়কে ছিনতাই, সাবেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
র‍্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে।

গ্রেফতার মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিন খাঁনের ছেলে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় র‍্যাব পরিচয়ে একটি প্রাইভেটকার থামিয়ে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা মোবাইল ফোন ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় মাহবুবুর রহমান রবিন ও শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ চারজনকে আসামি করেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার কোতোয়ালি থানার রাইস গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল ফোন নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় র‍্যাব পরিচয়ে কয়েকজন এসে প্রাইভেটকারটির গতিরোধ করে। এসময় ব্যবসায়ী সুমনকে মারধর করে মোবাইল ফোনগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে তাদের পরিচয় জানতে পেরে ঘটনার ১১ দিন পর রোববার ভুক্তভোগী ব্যবসায়ী সুমন মিয়া সোনারগাঁ থানায় বাদী হয়ে রবিন ও সাজুসহ চারজনকে আসামী করে মামলা করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘির পাড় থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সময় সংবাদকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছিনতাইয়ের মামলায় রবিন ও সাজু নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া মোবাইলগুলো উদ্ধার না হওয়ায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতার মাহবুবুর রহমান রবিন ও শাহরিয়ার হাসান খান সাজুর বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও হামলা ভাঙচুরের অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। ইতিপূর্বে রবিন সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক পদে ছিলেন। তবে অপহরণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার হলে দলীয় পদ থেকে দুজনকে বহিষ্কার করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD