1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটু রপ্তানিমুখী পোশাক কারখানার জেনারেটর রুমে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক৷

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জার্জিস কম্পোজিট নিট ইন্ডাষ্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিক মো. হায়দার (২৭) নরসিংপুর এলাকার হারুনের ছেলে এবং মো. মিলন (২৩) একই ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে৷
তারা দু’জনই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, হায়দারের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক৷ অপর শ্রমিক মিলনও ২০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ দু’জনকেই হাসপাতালে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছে৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, কারখানার জেনারেটর কক্ষের পাইপলাইন দিয়ে গরম গ্যাস নির্গমন হয়৷ ওই পাইপে গ্যাসের তীব্র চাপ ছিল৷ গ্যাসের চাপ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি৷

বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম৷

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD