1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের সাথে ডাকাত দলের সংঘর্ষ : গুলিবিদ্ধ ১, গ্রেফতার ৬

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সাথে সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এরপর রাতভর পুলিশের অভিযানে ছয় ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয় করেছে পুলিশ।

অভিযানকালে পুলিশের এক সদস্য আহত হয়েছেন এবং ডাকাত দলের একজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহত পুলিশের ওই সদস্য ও গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্য মিনহাজুল আবেদীন ফাহিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ৬-৭ জনের ডাকাত দল মোরটসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিরোধ করে। পরে তাদের মোটরসাইকেল, টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়।

এ খবর পেয়ে আড়াইহাজার থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে ডাকাত জুয়েলকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে জুয়েলের তথ্যমতে আড়াইহাজার থানা ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। এসময় রুমে থাকা ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। জানমাল রক্ষার্থে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে। এতে ডাকাত মিনহাজুল আবেদীন ফাহিম গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের একটি অস্ত্রও ভেঙ্গে যায়।

পরে পুলিশ সেখান থেকে কয়েকজন ডাকাতকে গ্রফতার করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ নরসিংদীতে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত মোটরসাইকেলসহ মালামাল উদ্ধার করে।

গ্রেফতার ডাকাতরা হলেন- সজিব, জুয়েল, বাদল, আমজাদ, রাকিব ও মমিন। এদের মধ্যে রাকিব ঢাকার ডেমরায় আর বাকিরা নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা।

পুলিশ সুপার আরো জানান, আহত পুলিশের এক সদস্য ও গুলিবিদ্ধ ফাহিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত অন্য সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD