
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার আল আমিন শেখ নামের এক কবিরাজকে গলাকেটে হত্যা করেছেন ‘পরিচিত’ এক ব্যক্তি। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার আল আমিন শেখ পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি ফতুল্লার ধর্মগঞ্জে সাবেক মেম্বার তৈয়ুব আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন।
নিহতের পরিবার জানায়, আল আমিন কবিরাজি করলেও এক সময় জাহাজে বাবূর্চি হিসেবে কর্মরত ছিলেন। জাহাজে চাকরিরত অবস্থায় হাফেজ মাস্টার নামের একজনের সঙ্গে পরিচয় হয়। প্রায়ই হাফেজ মাস্টার তাঁর বাসায় আসতেন এবং রাতে থাকতেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতেও তাঁরা দুজন একসঙ্গে একটি কক্ষে ছিলেন। পাশের কক্ষে আল আমিন শেখে স্ত্রী ও ছেলে ঘুমায়। সকালে স্ত্রী দরজা খুলে আল আমিনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।