
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের চালক সালাউদ্দিনের পর মারা গেছে তার শ্যালক মেহেদি হাসান (১৩)। দুটি মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন খান শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় কাভার্ডভ্যানের অজ্ঞাত চালকের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় দুজনকে মৃত আর পরিবারের পাঁচজনকে আহত দেখানো হয়।
নিহত ইজিবাইক চালক সালাউদ্দিন (২২) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি তার স্ত্রী লাবনীকে নিয়ে ফতুল্লার মুসলিমনগর মরাখাল পাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
শুক্রবার ভোরে বরিশাল থেকে লঞ্চে এসে ফতুল্লা লঞ্চঘাট নামেন সালাউদ্দিনের শ্বশুর রেদওয়ান কাজী (৪৫), শাশুড়ি জনু বেগম (৩৭), তার স্ত্রী লাভনী (২০) ও শ্যালক মেহেদি (১৩), শ্যালিকা সোহানা (১০) ও তানহা (২)। তাদের লঞ্চঘাট থেকে নিজের ইজিবাইকে করে ভাড়া বাসায় ফেরার পথে ভোর ৫টার দিকে মুক্তারপুর-পঞ্চবটী সড়কের ফতুল্লা বিসিক রোডে শাহ সিমেন্টের কাভার্ডভ্যান উল্টে পড়ে। এসময় ইজিবাইকের উপড়ে কাভার্ডভ্যানটি পড়লে ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মেহেদির মৃত্যু হয়। অন্যরা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।