
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আঞ্চলিক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী মারা গেছেন৷ আহত হয়েছেন চালকসহ আরও চারজন৷
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মদনপুরের কান্দিরপাড় এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷
নিহত ইসরাত জাহান তানহা (১৭) রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক ফারুক ভূঁইয়ার মেয়ে৷
ইসরাত রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়৷ ঘটনাস্থলেই মারা যান ইসরাত৷ সিএনজি চালক ও অপর তিন যাত্রীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷
নিহতের বড়ভাই মো. ফাহিম ঢাকা টাইমসকে বলেন, তিন ভাইবোনের মধ্যে ইসরাত সবার ছোট৷ সকালে বাসা থেকে বের হয় মদনপুরে বড় বোনের বাসায় যাবে বলে৷ ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে মদনপুরে যাবার পথে দুর্ঘটনার শিকার হয় ইসরাত৷
আমরা গরিব মানুষ৷ মা থাকেন সৌদি আরব, সেখানে কাজ করেন৷ আর বাবা রিকশা চালান৷ তারা বোনের মৃত্যুর খবর পেয়ে খুব কান্নাকাটি করতেছেন৷ সবার ছোট হওয়ায় ওরে সবাই খুব আদর করতো৷ অল্প বয়সে পৃথিবী ছেড়ে গেল বোনটা৷ এই অভাব আমরা কীভাবে পূরণ করবো?
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ তবে এর আগেই কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যায়৷ পুলিশ কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ঢ: ৮২-০১১২) জব্দ করেছে৷ এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি৷