আমার নারায়ণগঞ্জঃ
বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২দিন
ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮জানুয়ারী শাহীমসজিদ মাদ্রসা মাঠে সমাপনি দিনে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আ’লীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধাণ ও প্রধান বক্তা হিসেবে বয়ান করেন ঢাকা দারুন নাজাত কামিল মাদরাসার প্রধান মুফতী ওসমান গনি।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন শাহী জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী সালমান রাফিকী এবং ছালেহনগর নতুন জামে মসজিদের হাফেজ মাওলানা আলআমিন।
অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন মিয়া,কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রার্থী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন,অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আতিকুল্লাহ,শেখ মাঈনুসহ স্থানীয় মুসল্লীবৃন্দ।