1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে আদমজী-চাষাঢ়া সড়কের শিমরাইল মোড়স্থ মাইক্রোস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৃদ্ধা ভিক্ষা করে জীবনযাপন করতেন। বুধবার দুপুরে সড়ক পারাপারকালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি মৃত্যু বরন করে।

পরবর্তীতে ঘটনাস্থলে থাকা মানুষজন খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া (পিবিআইয়ের) উপ-পরিদর্শক মফিজুর রহমান জানায়, অজ্ঞাত ওই বৃদ্ধার আঙুল ফেটে যাওয়ার কারণে তার পরিচয় জানা সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

আমরা পিবিআইয়ের মাধ্যমে নাম-পরিচয় জানার চেষ্টা করছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD