1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত মুন্না

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৪১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের সদস্য জুনায়েদ গংদের হামলায় মুন্না (২০) নামে এক যুবক আহত হয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম।

সোমবার ২৫ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মুকফুলদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত মুন্না বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ছোনখোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের সদস্য জুনায়েদ, সিয়াম ও ইফরানের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। তার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এলাকায়। তারা আমাদের বাড়ির আশে পাশে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে। আমি ও আমার ছেলে আমাদের বাড়ির পাশে মাদকদ্রব্য বিক্রি করতে বাধা বাধা দিলে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলে মুন্নাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এর জের ধরে শুক্রবার বিকেলে আমার ছেলে বন্দর বাজার থেকে বাড়ীতে আসার সময় মুকফুলদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে উল্লেখিত বিবাদী সহ ফাহাদ, অন্তর, শুভ ও আনোয়ার দেশীয় অস্ত্রশস্ত্র সহ রাস্তা পথরোধ করে। পরে জুনায়েদ তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে কপালে এলোপাতাড়ি কোপায় এবং সিয়াম ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারে। তার সহযোগীরা শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তার সাথে থাকা স্বর্ণের ব্রেসলেট সহ একটি এনড্রেট সেট ভাংচুর করে। আমার ছেলে চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD