1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী চামেলীকে (২৪) হত্যার দায়ে স্বামী রাশেদুল ওরফে রাশদকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশদ ঝিনাইদহের শৈলকুপা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

তিনি তার স্ত্রী ঝিনাইদহের শৈলকুপা এলাকার লাল চাঁনের মেয়ে চামেলীকে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করে আসছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাউদ্দিন সুইট বলেন, ২০০০ সালের ২ আগস্ট পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিম চামেলীর ভগ্নিপতি শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান বলেন, ২০০০ সালের একটি হত্যা মামলায় বিচার কাজ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD