1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

ফতুল্লা বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে গুলিতে চোখ হারানো ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ বিভিন্ন নেতা-কর্মীদের গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ- সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার (২০ আগষ্ট) বিকেল ৪টার দিকে ৭-৮ হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়ক হয়ে জালকুড়ি কড়ইতলায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক হয়ে জালকুড়ি কড়ইতলায় সংক্ষিপ্ত এক সমাবেশে ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া (মন্টু মেম্বার) ও ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ।

বিএনপির নেতারা বলেন, পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। অবস্থান কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি ছুড়ছে, পেটাচ্ছে, গ্রেফতার করছে। সেদিনের ছোড়া গুলিতে শহিদুল ইসলাম টিটুর চোখে গুলিবিদ্ধ হয়। কাচপুরে পুলিশ বিনা উস্কানিতে গুলি করে হামলা চালিয়েছে। সরকারের সময় ফুরিয়ে এসেছে তাই তারা শেষ সময়ে এসে উম্মাদ হয়ে গেছে। সরকার-বিরোধী আন্দোলনে আগামীতে যদি বিএনপির কোনো নেতাকর্মী আহত বা গ্রেফতার হয়, তাহলে ফতুল্লা থানা বিএনপি সে সকল নেতাকর্মীদের পাশে থাকবে এবং সর্বপ্রকার সহোযোগিতা করবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ফতুল্লা থানা বিএনপি অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাকবে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, এনায়েতনগর র্ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির,ফতুল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মুসলিম, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব মো: আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান,যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ব্যাপারি, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালী, ফতুল্লা থানা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ফয়সাল খান স্বপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তাইজুল ইসলাম আল আমিন, যুবদল নেতা প্রান্ত, কাউসার, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাবেদ, ছাত্রদল নেতা সাজ্জাদ সাজ, আরিফ হাসান, জীবন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হারুন, আরিফ প্রধান, ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন, সাধারণ সম্পাদক আল মামুন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ, যুবদল নেতা শাহিন, মাসুম, মিঠু, সুমন, রিপন, সৈকত, ছাত্রদল নেতা আল আমিন, রুবেল, মেহেদি, তূর্য, হানিফসহ আরো অনেকে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD