1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২১৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটর মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃকরা হলো- মূলহোতা মো. নাজমুল সাকিব হামিম (২১), তার সহযোগী মো. জুবায়ের আলম (১৯), মো. মোজাম্মেল হোসেন (২৩), মো. আব্দুল্লাহ আল শামীম (২২) ও মো. হৃদয় রহমান (২৪)।

সোমবার (১৪ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩’র স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফারজানা হক জানান, রোববার রাত পৌনে ১১টায় অভিযান চালিয়ে চোরাই দুটি মটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটর মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD