
আমার নারায়ণগঞ্জ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ শোক র্যালীর আয়োজন করে। সোমবার সকালে নগরীর জিয়া হলের সামনে থেকে এই শোক র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং গেইট পার্টি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
শোক র্যালীর নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট ও সাধারণ সম্পাদক রাসেল প্রধান।আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।
র্যালী শেষে মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগ উন্নয়নের সকল কাজে অংশীদার হয়ে আসছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহানগর ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।