1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাইংসহ দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানা দুটিকে জরিমানা করা হয়েছে নগদ এক লাখ টাকা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় জমজম ফ্যাশন ওয়াশিং নামে একটি ডাইং ওয়াশিং কারখানা এবং ফেয়ার ইউনাইটেড কেমিকেল নামে মশাল কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুটি কারখানা থেকে জব্দ করা হয় তিনটি ডায়ার, একটি কম্প্রেসার, বেশ কিছু রাইজার ও বার্নারসহ দেড় হাজার ফুট অবৈধ পাইপ। এছাড়া কারখানা দুটিকে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাস জোন নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, উপব্যবস্থাপক শাহীনুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

তিতাস জোন নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান জানান, ডাইং ওয়াশিং কারখানা ও মশার কয়েল কারখানা দুটিতে অবৈধভাবে গ্যাসের সংযোগ স্থাপন করে গত এক বছরে প্রায় পঁচিশ লাখ টাকার গ্যাস ব্যবহার করা হয়েছে। এ অপরাধে কারখানা দুটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD