1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

ডেঙ্গু হলে করণীয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
এ সময় ডেঙ্গু জ্বর বেড়ে যায়। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হল জ্বর। তাপমাত্রা পরিসীমা ৯৯ থেকে ১০৬ ডিগ্রী ফারেনহাইট। জ্বর অব্যাহত থাকতে পারে এবং ঘামের পরে পুনরাবৃত্তি হতে পারে। এর সাথে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং ত্বকে লাল দাগ বা ফুসকুড়ি দেখা যায়।

কখন হাসপাতালে যেতে হবে বাড়িতে বা হাসপাতালে ডেঙ্গু হলে কী করবেন – প্রকার বা শ্রেণির উপর নির্ভর করে। ডেঙ্গু তিন প্রকার: “A”, “B” এবং “C”। ১ম শ্রেণীর রোগীরা স্বাভাবিক। তাদের শুধু জ্বর আছে। বেশিরভাগ ডেঙ্গু রোগী “এ” ক্যাটাগরিতে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই। বাড়িতে বিশ্রাম যথেষ্ট।

ক্যাটাগরি “বি” ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। কিছু লক্ষণ, যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, গর্ভাবস্থা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা, হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে পারে। গ্রেড “সি” ডেঙ্গু সবচেয়ে মারাত্মক। এটি লিভার, কিডনি এবং মস্তিষ্কের ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে একটি নিবিড় পরিচর্যা ইউনিট বা আইসিইউ প্রয়োজন হতে পারে।

কি করতে হবে?

প্রচুর বিশ্রাম পেতে ভুলবেন না। প্রচুর পরিমাণে তরল খাবার খান। অল্প পরিমাণে ডাবের পানি, লেবুর রস, ফলের রস এবং লবণ পানি পান করুন।

ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খেতে পারেন। স্বাভাবিক ওজনের প্রাপ্তবয়স্করা প্রতিদিন আটটি প্যারাসিটামল ট্যাবলেট নিতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতায় ভোগেন, তাহলে প্যারাসিটামল সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আপনার ডেঙ্গু জ্বর থাকাকালীন শরীরের ব্যথার জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন গ্রহণ করা উচিত নয়। ডেঙ্গু জ্বরের সময় এই ওষুধগুলি খেলে রক্তপাত হতে পারে।

কী করবেন না?

প্লেটলেট আর ডেঙ্গুর মূল কারণ নয়। প্লেটলেটের সংখ্যা নিয়ে চিন্তা করার দরকার নেই।

প্লাটিলেট বা তাজা রক্ত ​​প্রয়োজনে দেওয়া যেতে পারে যদি প্লেটলেটের সংখ্যা ১০,০০০ এর নিচে হয় বা শরীরের কোথাও রক্তপাত হয়। এই অবস্থা খুবই বিরল। অনেকে বলেন, পেঁপের রস খেলে প্লাটিলেট বাড়তে পারে। আসলে, এগুলোর কোনোটিরই কোনো প্রভাব নেই। জ্বর কমে যাওয়ার পর, ক্রাইসিস পিরিয়ডের পরে, প্লেটলেট স্বতঃস্ফূর্তভাবে বাড়তে শুরু করে।

জ্বর শেষ হলে রক্তচাপ কমে যেতে পারে বা মাড়ি, নাক বা মলদ্বার থেকে রক্তপাত হতে পারে। যদি এমন হয়, তাহলে শিরায় স্যালাইনের প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে, হাসপাতালে ভর্তি প্রয়োজন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD