নিজস্ব প্রতিবেদকঃ
শাহজাহান ওরফে বড় শাজাহানের বাড়ি মুন্সিগঞ্জে । তবে নারায়ণগঞ্জ শহরে এখন তার বাস। পরিবহণ সেক্টর দিয়ে শুরু করে করলেও এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। শহরের বাসষ্ট্যান্ড ও ৫ নং ঘাটের দু’টি জুয়ার আসরের মূল হোতা সে।
সূত্র মতে, বিভিন্ন এলাকার জুয়ারিদের কাছে শাহজাহান ভ্রাম্যমান জুয়ার সম্রাট হিসেবে পরিচিত। সে শহরের কালীরবাজার,হাজীগঞ্জ,পাগলা, টানবাজারের ইয়ার্ণ মার্চেন্ট অফিস, বাসষ্ট্যান্ড, জালকুঁড়ি ও নতুন জিমখানা জুয়ার আসরের মূল হোতা।
নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকা ভাসমান জুয়াড়িদের অভয়ারণ্যে পরিনত হয়েছে।বিভিন্ন বাসাবাড়ি ও ক্লাবগুলোতে চলছে জমজমাট জুয়ার আড্ডা।
এইসব জুয়াড়িরা শহরের মাছঘাট এলাকায়সহ বিভিন্ন স্থানে ছোট শাহজাহান ও বড় শাহজাহানের তত্ত্বাবধানে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে।
বর্তমানে জিমখানা কাঠের দু’তলা ও কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় পেয়ারা বাগান সংলগ্ন পুলিশের কথিত সোর্স আরমানের অফিসে প্রতিনিয়ত বসছে শাহজাহানের জমজমাট জুয়ার আসর।
জুয়ারিদের ভয়ে মুখ খুলতে চাননা এলাকার অনেকেই, তাদের রয়েছে বিশাল সেন্ডিকেট। এ আসরে জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে এলাকার উঠতি বয়সী যুবকরা। তাদের প্রতিদিনই চলে এই জুয়া খেলা।
এছাড়া এলাকার উঠতি বয়সী যুবকরাও সামিল হয় এই জুয়া খেলায়। স্থানীয় কিছু উঠতি সন্ত্রাসী এই জুয়ার আসর থেকে উৎকোচ নিচ্ছে বলে জানায় তারা।
এসব জুয়া খেলা বন্ধে এবং অপরিচিত বিভিন্ন ঐ-স-ব আনাগুনা ব্যক্তিদের পরিচয় সনাক্ত করে আইনানুগ ভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নারায়নগঞ্জের সুশীল সমাজ।